ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

গোলাম মাওলা রনির বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
গোলাম মাওলা রনির বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

ব‌রিশাল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে গলাচিপা থানায় মামলাটি দায়ের করেন আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও গলাচিপা মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মেহেদী মাসুদ।  

মামলায় গোলাম মাওলা রনিসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে।

বাকি আসামিরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান খান, রনির ভাই সরোয়ার হোসেন, শ্যালক মকবুল হোসেন, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিপলু খান ও শাহ আলম সানু।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তি‌নি মামলার বরাত দিয়ে জানান, সম্প্র‌তি গোলাম মাওলা র‌নির এক‌টি ফোনালাপ ফাঁস হয়। র‌নি তার সহযোগীদের সঙ্গে মোবাইলে ওই কথোপকথনে থানা ঘেরাও ও আওয়ামী লীগের প্রার্থীসহ শতা‌ধিক কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়ার নির্দেশনা দেন। এছাড়া উস্কা‌নিমূলক বক্তব্য দেয়া ও নির্বাচনকে প্রশ্ন‌বিদ্ধ করার মতো অ‌ভিযোগে ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা‌টি দায়ের করা হয়েছে।

তবে মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন হিসেবে দাবি করেছেন ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মাওলা রনি।

গত ১৫ ডিসেম্বর শনিবার দুপুরে গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি এলাকায় প্রচারণা চালিয়ে ফেরার সময় রনির স্ত্রী-বোনসহ গলাচিপা পৌরসভার সাবেক চেয়ারম্যান আবু তালেব মিয়াকে বহন করা মাইক্রোবাসে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে রনির স্ত্রী লুনা আক্তারসহ বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনার পর একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে। যা গোলাম মাওলা রনির কথোপকথনের ফোনালাপ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।