ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

রাজনীতি

নওহাটা পৌর মেয়র মকবুল হোসেন আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
নওহাটা পৌর মেয়র মকবুল হোসেন আটক পৌর মেয়র মকবুল

রাজশাহী: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপি প্রার্থী শফিকুল হক মিলনের প্রধান নির্বাচনী এজেন্ট ও নওহাটার পৌর মেয়র মকবুল হোসেনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। মকবুল পবা উপজেলার নওহাটা পৌর বিএনপির সভাপতি।

 

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বাংলানিউজকে জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে রাজশাহী শহর থেকে আটক করে থানায় সোপর্দ করে।  

জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আবুল হোসেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।