রোববার (২৩ ডিসেম্বর) দুপুর ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের ২০-২৫ জন নেতাকর্মী।
এসময় সংগঠনের সভাপতি হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, আমরা হাইকোর্টে রিট করেছি।
বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য নুরুজ্জামান ভুট্টু, এমদাদুল হকসহ মুক্তিযোদ্ধার সন্তানেরা অংশ নেন।
সম্প্রতি জামায়াতের ২৫ নেতার প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করে তরিকত ফেডারেশন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ইসিকে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। এরইমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, গৌরব ৭১ ও প্রজন্ম ৭১ নামের সংগঠন এসব নেতাদের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে। যদিও বিএনপি বলেছে সংসদ নির্বাচনে জামায়াতের কোনো প্রার্থী নেই। সবাই ধানের শীষের প্রার্থী।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
ইইউডি/জেডএস