রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে মামলাটি দায়ের করেছেন স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম।
কেন্দুল মোড়ের দায়িত্বপ্রাপ্ত নৈশ প্রহরী মতিয়র রহমান জানান, শনিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনী প্রচারণা শেষে নেতা-কর্মীরা বাসায় চলে যান।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, স্থানীয় জামায়াত নেতা ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রাব্বানী, জামায়াত নেতা শাহ আলম, রাইহান ও বিএনপি নেতা এনামুল হকসহ ৬০-৭০ জনের একটি দল আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা চালায়। এ সময় তারা ৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অফিসের মালামাল পুড়িয়ে দেয় এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
এ অভিযোগে বিকেলে আমদই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য শফিকুল ইসলাম বাদি হয়ে স্থানীয় বিএনপি-জামায়াতের ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এসআরএস