সকালে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ মধু সুদনর জন্য এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সংঘের কার্যালয়ের সামনে মো. কাদিরুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য আবুল কাসেম ভূইয়া ও আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া।
মন্ত্রী এসময় বলেন, এখন আর শতবর্ষী মানুষ তেমন দেখা যায় না। একজন শতবর্ষীর জন্মদিনে কেক কাটতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।
এসময় মধু সুদনকে তার জীবনাচরণ মানুষের মাঝে তুলে ধরার জন্য আহ্বান জানান মন্ত্রী।
প্রসঙ্গত, মধু সুদন পাল দৈনিক কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর দাদা।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এসআই