ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে যুবদল নেতা মাসুদ গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
ময়মনসিংহে যুবদল নেতা মাসুদ গ্রেফতার

ময়মনসিংহ: নাশকতার মামলায় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে নগরের কালিবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, সদর উপজেলার পরানগঞ্জ এলাকায় জাতীয় পার্টির নির্বাচনী কেন্দ্র ভাঙচুরের অভিযোগে দায়ের করা নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।  

তবে ময়মনসিংহ-৪ (সদর) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ অভিযোগ করে বলেন, সদরে ধানের শীষের জোয়ার ঠেকাতে গায়েবী মামলায় আমার কর্মীদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। কিন্তু ভয়ভীতি দেখিয়ে এই গণজোয়ার ঠেকানো যাবে না।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।