ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে ধানের শীষ প্রার্থীর ৯৯ সমর্থক আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
বাগেরহাটে ধানের শীষ প্রার্থীর ৯৯ সমর্থক আটক 

বাগেরহাট: নির্বাচন কেন্দ্রীক নাশকতা পরিকল্পনার অভিযোগে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলিমের ৯৯ সমর্থককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে মোরেলগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এসিলাহা পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রার্থীর বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। অভিযানে কোনো অবৈধ আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে কিনা তা  নিশ্চিত করেনি পুলিশ৷ 

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা আব্দুল আলীমের বাড়িতে বসে তার সমর্থকরা নাশকতা পরিকল্পনার বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করে।

তবে প্রার্থীকে আটক করা হয়নি। আটকের বিষয়ে বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিং করে জানানো হবে বলে জানান তিনি।

বাগেরহাট-৪ আসনে জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।