ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দিনাজপুর-৩ আসনে বিএনপির নতুন প্রার্থী দুলাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
দিনাজপুর-৩ আসনে বিএনপির নতুন প্রার্থী দুলাল

দিনাজপুর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। নতুন প্রার্থী হলেন মোফাজ্জল হোসেন দুলাল। 

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দিনাজপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বরাবরে পাঠানো হয়।  

এতে বলা হয়, দিনাজপুর-৩ (সদর) আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেওয়া হলেও প্রার্থিতা স্থগিত হয়।

তাই মোফাজ্জল হোসেন দুলালকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার অনুরোধ করা হয় চিঠিতে।  

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।