ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
গাইবান্ধায় বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ২

গাইবান্ধা: গাইবান্ধায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবু ও বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোলাম রহমান সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাইবান্ধা শহরের ফকিরপাড়া ও সদর উপজেলার বাদিয়াখালী থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাবু সদর উপজেলার পলাশপাড়া এলাকার মমতাজ হকের ছেলে এবং সুমন বাদিয়াখালী ইউনিয়নের রিফায়েতপুর গ্রামের গোলাম ওয়াদুদ বাচ্চুর ছেলে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বাংলানিউজকে জানান, গ্রেফতার দুই বিএনপি নেতা একাধিক নাশকতা মামলার আসামি। সদর থানা পুলিশ নাশকতা মামলায় তাদের গ্রেফতার করেছে।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।