ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাসাইলে ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
বাসাইলে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে একই সময়, একই স্থানে আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্ট সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বাসাইল বাসস্ট্যান্ড ও এর আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুন্নাহার স্বপ্না বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল ৩টায় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগ বাসাইল বাসস্ট্যান্ডে সমাবেশের ডাক দেয়। এতে করে একই স্থানে দুই দলের সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। এমন আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইতোমধ্যেই বাসাইল বাসস্ট্যান্ড ও এর আশেপাশের এলাকায় মাইকিং করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।