ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কালীগঞ্জে জাপা-বিএনপির ২ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
কালীগঞ্জে জাপা-বিএনপির ২ নেতা গ্রেফতার

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার জাতীয় পার্টি (জাপা) ও বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে ৪টার দিকে উপজেলার গোড়ল ও শিয়ালখোয়া বাজার থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গোড়ল ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পদ ছেড়ে বিএনপিতে সদ্য যোগদানকারী নবির হোসেন ফকির (৪৮) ও চলবলা ইউনিয়নের শিয়ালখোয়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে চলবলা ইউনিয়ন বিএনপির সম্পাদক মাসুদ রানা (৪৬)।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল চন্দ্র মণ্ডল বাংলানিউজকে জানান, সদর থানার একটি মামলায় থানা পুলিশ পৃথক দুটি অভিযানে বিকেলে শিয়ালখোয়া বাজার থেকে মাসুদ রানাকে ও গোড়ল এলাকা থেকে নবির হোসেন ফকিরকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বাংলানিউজকে বলেন, গ্রেফতারকৃতদের সদর থানায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসম্বের ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।