ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী আ’লীগে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
মেহেরপুরে বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী আ’লীগে বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা গ্রামের সাবেক এক ইউপি সদস্যসহ ৮০ জন বিএনপির স্থানীয় নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাধাগোবিন্দপুর-ধলার মোড়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করে নেন কাথুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা।

কাথুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাথুলি ইউপি চেয়ারম্যান।

 

এসময় আরো বক্তব্য রাখেন- কাথুলি ইউনিয়নের সদস্য ইলিয়াছ হোসেন, আবুল কালাম আজাদ, ধলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, স্থানীয় আওয়া লীগ নেতা আসমত আলী, ফারুক হোসেন, পশু চিকিৎসক আবুল বাশার, আব্দুস সামাদ প্রমুখ।  

সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা রুহুল আমিন কালুর নেতৃত্বে রাধাগোবিন্দপুর ধলা গ্রামের বিএনপি কর্মী ডা. আব্দুর রশিদ, মনিরুল ইসলাম, শাফিরুল ইসলাম, শাহ নবী, জাহাঙ্গীর হোসেন, আবুল হোসেন মাস্টার, কাবু হোসেন, আব্দুল ওহাব মাস্টার, সমছের আলী, শাহান আলী, কিপাত আলী, এরশাদ আলীসহ প্রায় ৮০ জন নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেন।  

এদিকে, রামকৃষ্ণপুর ধলা গ্রামে ইউপি সদস্য আবুল কালাম আজাদের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতা জুলহাস হোসেন ও জাহাঙ্গীর হোসেন বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ