ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
মেহেরপুরে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা বোমা হামলা

মেহেরপুর: মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বামন্দী ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়ালের বামন্দীর বাড়িতে বোমা হামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার সময় আওয়ালের বাড়ির গেটের সামনে দু’টি বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

আব্দুল আওয়ালের ছোট ভাই ছাত্রদল নেতা চপল বিশ্বাস বাংলানিউজকে বলেন, রাত ৮টার সময় একটি মোটরসাইকেলে দু’জন যুবক এসে বাড়ির প্রধান গেটে দু’টি বোমার বিস্ফোরণ ঘটায়।

এসময় তারা উচ্চঃস্বরে বলে গেছে ৩০ তারিখে ভোটকেন্দ্রে গেলে বোমা মেরে পরিবারের সবাইকেই মেরে ফেলা হবে। বোমা বিস্ফোরণের শব্দে বাড়ির ভেতরে থাকা নারী ও শিশুরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

চপল বিশ্বাস আরো বলেন, পুলিশের গ্রেফতার ও ক্ষমতাশীলদের হামলার ভয়ে এখন আমাদের বাড়ির পুরুষ লোকজন সবাই পলাতক রয়েছি।

বামন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্য উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন বাংলানিউজকে বলেন, বোমা হামলার খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। ঘটনাস্থলে কিছু কাঁচের টুকরা ও খোসা পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ