শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে খুরশিদের সোনাগাজী পৌরসভার ৩নং ওয়ার্ড উত্তর চর চান্দিয়া এলাকার বাড়ির পাশ থেকে এসব উদ্ধার করা হয়।
জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনায় এসব অস্ত্র এখানে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
র্যাব-৭ ফেনীর ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, রাতে পাঁচটি বিদেশি পিস্তল, দু'টি বিদেশি রিভালবার, দু'টি শটগান, একটি পাইপগান এবং ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
এসএইচডি/টিএ