ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানুষ গণতন্ত্রের উপর আস্থাশীল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
মানুষ গণতন্ত্রের উপর আস্থাশীল

ঢাকা: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, দেশের মানুষ এখন গণতন্ত্রের উপর আস্থাশীল।
 

সোমবার (৩১ ডিসেম্বর) শ্যামপুর বালুর মাঠে আওয়ামী লীগ, জাতীয় পার্টির নেতাকর্মী ছাড়াও স্থানীয়দের সঙ্গে বিজয়ী হওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি একথা বলেন।
 
বাবলা বলেন, দেশের মানুষ মহাজোট সরকারের গত ১০ বছরের উন্নয়নের কথা মনে রেখেছে।

তাই একচেটিয়া ভোট দিয়েছে মহাজোট প্রার্থীদের। আর বিপুল ভোটে বিজয়ের ম‍াধ্যমে প্রমাণিত হয়েছে মানুষ উন্নয়ন, প্রগতি ও গণতন্ত্রের প্রতি আস্থাশীল।
 
তিনি বলেন, এই বিজয়ের ফলে অচিরেই বিশ্বের দরবারে বাংলাদেশ একটি উন্নত-সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে। বাংলাদেশ আর কখনো স্বাধীনতাবিরোধী অপশক্তির কাছে মাথা নত করবে না।

এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সানজিদা খানম এমপি, ড. আওলাদ হোসেন, বাবলা পত্নী সালমা হোসেন, শ্যামপুর থানা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল হোসেনসহ সর্বস্তরের নেতারা।
 
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এসই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।