মঙ্গলবার (০৮ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে নির্বাচনের ফলাফল আমরা প্রত্যাখান করেছি, যে নির্বাচনের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, জনগণ পুরোপুরি এটাকে বর্জন করেছে বলা যেতে পারে।
মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছি, পার্লামেন্ট গঠন প্রত্যাখ্যান করেছি এবং সরকার গঠন পুরোপুরি প্রত্যাখান করেছি।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ১৬ কোটি জনগণের রাষ্ট্র পরিচালনা করা এ সরকারের কোনো অধিকার নেই। কারণ জনগণ ভোট দিয়ে এদের নির্বাচিত করে নাই।
বিএনপি এখন কি করবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি এখন যা করার তাই করবে। বিএনপি জনগণের দল। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এমএইচ/এসএইচ