টুঙ্গীপাড়ায় বাসে চেপে যাচ্ছেন মন্ত্রিসভার সদস্যরা। ইনসেটে খালিদ মাহমুদ চৌধুরী
ঢাকা: মন্ত্রিসভা গঠনের তৃতীয় দিনও কাটছে চমকের মধ্য দিয়ে। ঢাকা থেকে স্বল্প দূরত্বের গন্তব্য সাভারের পর এবার বঙ্গবন্ধুর টুঙ্গীপাড়ায়ও বাসে গেলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীরা।
বুধবার (৯ জানুয়ারি) সকাল ৭টায় জাতীয় সংসদ ভবন থেকে মন্ত্রীরা রওয়ানা হন তিনটি এসি বাসে।
যাত্রাপথে ফোনে বাংলানিউজের সঙ্গে কথা হয় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে।
তিনি বলেন, আমরা সকাল ৭টায় জাতীয় সংসদ ভবন থেকে তিনটি বাসে করে রওয়ানা হয়েছি। সবাই মিলে বাসে যাচ্ছি। এটা ব্যতিক্রম ও আনন্দের।
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমও বাংলানিউজকে একই কথা বলেন।
বাসে মন্ত্রিপরিষদের সদস্যরা নিজেদের মধ্যে গল্প করতে করতেই যাচ্ছেন।
বহরে থাকা মন্ত্রিপরিষদের একজন সদস্য বাংলানিউজকে বলেন, সবাই গল্প করতে করতে পুরো বাসটাকে মাতিয়ে রেখেছেন। ফোনে চারপাশের কথাবার্তা শুনে নিশ্চই বুঝতে পারছেন।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এমইউএম/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।