শনিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নজিরবিহীন ভুয়া ভোটের নির্বাচনের পরেও আত্মমর্যাদাহীন আওয়ামী নেতারা নির্বাচন নিয়ে নির্লজ্জ গলাবাজি করছেন।
তিনি বলেন, ৩০ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো ডিজাইনে ভোট লোপাটের মহা ধুমধাম হয়েছে। এখন চলছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটে মহাভোজ উৎসব। পুলিশ সদর দফতর থেকে থানার পুলিশ স্টেশনগুলোতেও এ উৎসব চলছে। একইভাবে অন্যান্য বাহিনীর ইউনিটেও চলছে ভোজের মচ্ছব। আওয়ামী লীগ ভোটে বিজয়ী হয়নি বলে তারা কোনো উৎসব করেনি। উৎসব করছে বিভিন্ন বাহিনী। এটি গণতন্ত্র ও নির্বাচন নিয়ে তামাশার বিকৃত প্রকাশ।
রিজভী বলেন, বিশ্বের দেশগুলোর গণতন্ত্রের তালিকায় নেই বাংলাদেশ। এ নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। বর্তমানে বাংলাদেশ পূর্ণ গণতন্ত্র বা ত্রুটিপূর্ণ গণতন্ত্রের অবস্থানেও নেই। বাংলাদেশের অবস্থান স্বৈরতান্ত্রিক দেশগুলোর সমপর্যায়ে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা সাহিদা রফিক, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল, সহ-দফতর সম্পাদক মুনীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
এমএইচ/এসএইচ