ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সুস্থ আছেন এরশাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৫, জানুয়ারি ২২, ২০১৯
সুস্থ আছেন এরশাদ হুসেইন মুহম্মদ এরশাদ

ঢাকা: সিঙ্গাপুরে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

মঙ্গলবার (২২ জানুয়ারি) এরশাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

খন্দকার দেলোয়ার জালালী বলেন, মঙ্গলবার সকালে সিঙ্গাপুরে খোঁজ নিয়ে জানা গেছে, তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো।

সকাল থেকেই তিনি বেশ ভালো বোধ করছেন।
 
জাতীয় পার্টির পক্ষ থেকে হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতার জন্য দেশবাসীর প্রতি দোয়া প্রার্থনা করা হয়েছে। দীর্ঘদিন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন থেকে গত ২০ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন সাবেক রাষ্ট্রপতি।

ওই দিন দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে (এসকিউফোরফোরনাইন) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

সিঙ্গাপুরে এরশাদের সঙ্গী হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ ও তার স্ত্রী রুখসানা খান মোর্শেদ।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।