আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাত করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা। ছবি: বাংলানিউজ
ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি অংশ নেবে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা জেনেছি, আসছে ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসির ভোটগ্রহণ হবে।
আমরা ওই নির্বাচনে অংশ নেব কি-না, সেটা এখনও ঠিক হয়নি। তবে সন্ধ্যায় দলের জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে বসবে। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও আলোচনা করা হবে, পরে দলের সিদ্ধান্ত জানানো হবে।
এসময় তার সঙ্গে ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ, বিএনপির যুগ্ম-মহাসচিব হারুন-অর রশীদ, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটিতে দলীয় মনোনয়ন পাওয়া তাবিথ আউয়াল, নির্বাহী সদস্য আসিফা আশরাফি পাপিয়া, আলমগীর হোসেন, ইয়াসিন আলী, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানসহ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদলের নেতারা।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এমএইচ/আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।