রাঙামাটি: রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সংস্কার (পিসিজেএসএস) এমএন লারমা গ্রুপের মধ্যে গুলিবিনিমিয় হয়েছে।
রোববার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার এবং এলাকা নিয়ন্ত্রণ নিতে সকালে বঙ্গলতলী ইউনিয়নের সাধনা চোখ বনবিহারের পাশে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি গুলি করে ইউপিডিএফ এবং জেএসএস সংস্কার এর সদস্যরা।
তবে দুপুর পর্যন্ত চলা এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মনজুরুল আলম বাংলানিউজকে বলেন, লোক মুখে ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।