শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে দলের বর্ধিত সভা শেষে তিনি একথা বলেন।
মুক্তিযুদ্ধের এই অন্যতম সংগঠক বলেন, আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে প্রার্থীদের মামলা করার পক্ষে না।
বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কৃষক শ্রমিক জনতা লীগ আর কোনো নির্বাচনে অংশ নেবে না বলেও জানান তিনি।
সুলতান মোহাম্মাদ মনসুরের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া নিয়ে তিনি বলেন, তাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে। এখানে তার শপথ নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তিনি ভাবতে পারেন যে শপথ নিতে পারেন। কিন্তু জনগণ ভাবতে পারেন না তারা নির্বাচিত এবং শপথ নিতে পারেন। জনগণের বিপক্ষে গেলে।
জনগণ ৩০ ডিসেম্বর ভোট দিতে পারেনি, ওইদিন কোনো ভোট হয়নি। সেজন্য সেই নির্বাচনে কোনো প্রার্থী নির্বাচিত হয়নি। তাই তাদের শপথ নেওয়ার কোনো কথা আসে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে এই বীর উত্তম বলেন, আমরা বুঝি না যে বিএনপির সদস্যরা সংসদে যাবেন কি যাবেন না তা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মাথাব্যাথা কেন। আমরা বুঝি না অবৈধ প্রধানমন্ত্রীর কেন মাথাব্যাথা হবে বিএনপি যদি সংসদে না যায়। এ কথা তাকে কেন বলতে হবে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এমএইচ/আরআর