ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সৎ-অভিজ্ঞদের’ নিয়ে জাতীয় সরকার গঠনের আহবান অলির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
‘সৎ-অভিজ্ঞদের’ নিয়ে জাতীয় সরকার গঠনের আহবান অলির

ঢাকা: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ‘জাতীয় ঐক্য’র ডাক দেওয়ার বিষয়টি উল্লেখ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ সরকারের উদ্দেশে বলেছেন, অবিলম্বে দেশের সৎ ও অভিজ্ঞ রাজনৈতিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের ব্যবস্থা নিন।

শনিবার (২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্নেল (অব.) অলি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদত হোসেন সেলিম, সহ-সভাপতি মোখফার উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজি, যুব বিষয়ক সম্পাদক সফিউল বারী রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

অলি আহমদ বলেন, আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবি করলেও যেহেতু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আহবান জানিয়েছেন, সেজন্য আমি বলতে চাই- অবিলম্বে দেশের সৎ ও অভিজ্ঞ রাজনীতিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের ব্যবস্থা নিন। অন্যথায় মিথ্যার ওপর ভিত্তি করে বেশিদূর আগানো সম্ভব নাও হতে পারে।

২০ দলীয় জোটের এ সমন্বয়ক আরও বলেন, ৩০ ডিসেম্বর দিনে ড্রামা হয়েছে, আর রাতে ব্যালট কাটা হয়েছে। ৮০ ভাগ ব্যালটে প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর নেই। ৯৫ ভাগ ভোটার কেন্দ্রে গিয়ে ব্যালট চোখে দেখার সুযোগ পাননি।  

অলি আহমদ বলেন, বঙ্গবন্ধুর কন্যাকে চাটুকারমুক্ত হয়ে ২০০৮ সালের পূর্বে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তাদের কথা না শুনে, সৎ-বিজ্ঞ, রাজনৈতিক নেতাদের পরামর্শ নিয়ে এগিয়ে যেতে হবে। তাদের সঙ্গে পরামর্শ করে পুনঃনির্বাচনের ব্যবস্থা নিন। অন্যথায় আমাদের অভিজ্ঞতায় বলে এই দেশে কখনো শান্তি ফিরে আসবে না।  যে কোনো প্রকারে হোক মানুষ একদিন না একদিন ঘর থেকে বেরিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে। নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, সারাদেশে গুমোট ভাব বিরাজ করছে। কেউ কাউকে বিশ্বাস করছে না। কেউ মনের কথা কারও কাছে প্রকাশ করছে না। এটা কিন্তু প্রধানমন্ত্রীর জন্যও ভালো না, তার সরকারের জন্যও ভালো না। আমরা আশা করবো, সবদিক বিবেচনায় নিয়ে  বিশ্লেষণ করে দেশের জনগণকে তিনি যেন মুক্তি দেন। দেশে যেন শান্তি ফিরে আসে।

উপজেলা নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে এলডিপি সভাপতি বলেন, আমি কিছু দিন আগে বলেছি- ন্যাড়া বেলতলায় দু’বার যায় না। যেখানে আমরা দেখেছি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, সে অবস্থায় উপজেলা, সিটি করপোরেশনসহ কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি না।  

নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে মামলা না করার সিদ্ধান্ত জানিয়ে অলি আহমদ বলেন, সরকার তড়িঘড়ি করে ৬ মাসের মধ্যে এই মামলায় নিজেদের পক্ষে রায় দিয়ে দেবে। সুতরাং আইনগতভাবে তারা বৈধতা পাবে। আমরা বিরোধী দলের এরকম বোকা কেউ নেই যে বোকামি করে সরকারের প্লেটের ওপরে বৈধতা তুলে দেবো।

আন্তর্জাতিক মহলে জামায়াতকে ছাড়ার চাপ রয়েছে বলে দৃষ্টি আকর্ষণ করা হলে অলি বলেন, আন্তর্জাতিক মহলে কে চাপ দিয়েছে আমি জানি না। কিন্তু আমার সঙ্গে কারও কথা হয়নি। জামায়াতে এখন যারা আছে তারা এই দেশের বাসিন্দা কি-না, তারা নাগরিক কি-না। তারা যদি এদেশের নাগরিক হয় তারা যদি এদেশে থাকে, তাহলে তাদের এদেশে রাজনীতি করতে দিতে হবে। বিদেশিদের কথা শুনে আপনি আপনার বউকে তালাক দেবেন- এটাতো হয় না। আপনাকে চিন্তা করতে হবে, আপনার জন্য কোনটা ভালো।

‘আমরাতো দেখেছি এই জামায়াত ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধভাবে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দিয়েছিল। বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য সাহায্য করেছিল। সেদিনতো জামায়াত খারাপ ছিল না। আপনারাওতো সাংবাদিক ছিলেন, তখনতো আপনারা জামায়াতের বিরুদ্ধে কথা বলেননি। আজকে জামায়াতকে এতো ভয় পাচ্ছেন কেন? তারা এদেশের নাগরিক নয়, এটা ডিক্লেয়ার করে দেন না, তাহলেতো সব সমস্যার সমাধান হয়ে যায়। এখনতো পুরো সংসদই সরকারের। জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন সেখানেতো এটা বলেননি, জামায়াত ব্যতীত জাতীয় ঐক্য। এটা কি বলা হয়েছে? রাষ্ট্রপতি কি এটা বলেছেন? যদি না বলে থাকেন তাহলে এই প্রশ্নটা অবান্তর। ’

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এমএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।