বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কারাফটকে আগে থেকে অপেক্ষা করছিলেন তার স্বামী অমিতাভ রায়।
পরে তার বাবা নিতাই রায় চৌধুরী মেয়েকে বাসায় নিয়ে যান।
গত ১৫ নভেম্বর নাশকতার মামলায় রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণ রায় এবং সঙ্গীতশিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীনকে আটক করে পুলিশ। পরে বেবী নাজনীনকে ছেড়ে দিলেও নিপুণ রায়কে তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী মেয়ে।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এমএইচ/এসএইচ