ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে ৬৩ বিএনপি নেতাকর্মী কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
সিলেটে ৬৩ বিএনপি নেতাকর্মী কারাগারে

সিলেট: নির্বাচনী সহিংসতা মামলায় সিলেটে বিএনপি ও সহযোগী সংগঠনের ৬৩ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৩ মার্চ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বালাগঞ্জ আদালতের বিচারক ফারজানা বেগম  এ রায় দেন।

মামলার আসামিরা হলেন- বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ-সভাপতি সুরুজ আলী মেম্বার।

সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফুর রহমান, ইউপি সদস্য রিয়াদ আলী, শেখ বকুল, জুনুর মিয়াসহ ৬৩ জন।  

সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল বাংলানিউজকে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা ঘটনায় দায়ের করা মামলায় বালাগঞ্জ উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়। ওই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন তারা। এদিন উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে তারা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।