ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাইকমান্ডকে ছাত্রদলের ২ দিনের আল্টিমেটাম 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, জুন ২১, ২০১৯
হাইকমান্ডকে ছাত্রদলের ২ দিনের আল্টিমেটাম  নয়াপল্টনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের তিন শতাধিক নেতাকর্মী। ছবি: বাংলানিউজ

ঢাকা: নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে দলের হাইকমান্ডকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছেন ছাত্রদলের বিলুপ্ত কমিটির নেতারা। এ সময়ের মধ্যে সন্তোষজনক সমাধান না হলে আগামী রোববার (২৩ জুন) থেকে কঠোর কর্মসূচিতে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে ছাত্রদলের বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ এ ঘোষণা দেন। এ দিন সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন প্রায় তিন শতাধিক নেতাকর্মী।

আসাদুজ্জামান আসাদ বলেন, আমাদের যৌক্তিক দাবি মানতে হবে। আগামী শনিবার (২২ জুন) পর্যন্ত আমরা আল্টিমেটাম দিলাম। এ সময়ের মধ্যে আমাদের দাবি মানা না হলে, আগামী রোববার (২৩ জুন) থেকে আমরা যেকোনো ধরনের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। আর, এ জন্য দলের দালাল সিন্ডিকেট দায়ী থাকবে।

বিলুপ্ত কমিটির সহ-সভাপতি মামুন বিল্লাহ বলেন, কর্মসূচির ব্যাপারে আমরা আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব। কালো পতাকা প্রদর্শন, গণ-অনশনসহ যেকোনো ধরনের শান্তিপূর্ণ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শনিবার (২২ জুন) বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। সেখানে ছাত্রদলের আন্দোলনরত নেতাকর্মীরা যাবেন কি-না? এ প্রশ্নের জবাবে ছাত্রদলের বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি আজমল হোসেন পাইলট বলেন, আমরা কেউ সেখানে যাব না।  

বয়সের সীমা না রাখা, স্বল্পমেয়াদি কমিটি গঠনসহ তিন দফা প্রস্তাবনার ভিত্তিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের দাবিতে গত ১১ জুন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিনব্যাপী বিক্ষোভ করেন সংগঠনের বিলুপ্ত কমিটির একাংশের নেতারা। পরে, ওইদিন রাতেই দাবি পূরণে সাবেক ছাত্রনেতাদের নিয়ে গঠিত সার্চ কমিটির সদস্যদের আশ্বাসের প্রেক্ষিতে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন বিক্ষুব্ধরা। পরে, নিজেদের অবস্থান তুলে ধরতে সার্চ কমিটির সদস্যরা ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গেও সাক্ষাৎ করেন আন্দোলনকারীরা।  

বিলুপ্ত কমিটির নেতারা জানান, তাদের তখন বলা হয়েছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলে শিগগিরই সমাধান দেওয়া হবে। কিন্তু, এখনও সে বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

এর আগে, গত ৩ জুন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়ার পাশাপাশি কাউন্সিলের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দেয় বিএনপি। কাউন্সিলে প্রার্থী হতে ২০০০ সাল থেকে পরবর্তী যেকোনো বছরে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও অবশ্যই বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়াসহ তিনটি শর্ত নির্ধারণ করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এমএইচ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।