ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১০ বছরের ১০ মিনিটের আন্দোলনও দেখলাম না বিএনপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুন ২২, ২০১৯
১০ বছরের ১০ মিনিটের আন্দোলনও দেখলাম না বিএনপির সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের/ফাইল ফটো

ঢাকা: আন্দোলন করে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে- দলটির এমন ঘোষণার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাহস থাকলে আন্দোলন করে দেখাক। ১০ বছরে তো ১০ মিনিটের একটি আন্দোলনও দেখলাম না। কখন দেখবো জানি না।

শনিবার (২২ জুন) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) আন্দোলন করবে তো বারবারই বলে বেড়াচ্ছে।

এখনো সেই পুরনো কথারই পুনরাবৃত্তি আমরা শুনতে পাচ্ছি। তাদের যদি সেই সক্ষমতা থাকে তবে আন্দোলন করে দেখাক। ১০ বছরে তো ১০ মিনিটের একটি আন্দোলনও দেখলাম না। কখন দেখবো জানি না।

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আন্দোলনে যাবে দলটির নেতাদের এমন ঘোষণার সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির গণতন্ত্র স্ববিরোধিতায় পরিপূর্ণ। আন্দোলন কি করবে? তিনি (ফখরুল ইসলাম আলমগীর) নিজেই নির্বাচনে জয়ী হয়ে আর সংসদে যোগ দিলেন না। এটা কোন গণতন্ত্র? তাদের পাঁচজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যোগ দিলেন, সংরক্ষিত নারী আসনেও একজন যোগ দিলেন; শপথ নিলেন। অথচ তিনি দলের মহাসচিব তিনি নির্বাচনে জয়ী হয়েও সংসদে যোগ দিলেন না। এই দ্বৈতনীতি যাদের তাদের কী ধরনের গণতন্ত্র? তাদের এই গণতন্ত্র হাস্যকর।

আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক ডেকে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির পদক্ষেপ নেওয়া হবে।

আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে মাসব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে তিন দিনের কর্মসূচি পালন করা হবে। আমাদের কর্মসূচির প্রস্তুতি ইতোমধ্যে দৃশ্যমান। উপজেলা পর্যন্ত ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আমরা ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়েছি।  

দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পদক্ষেপ ও সফলতার কথা তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতি সারা দুনিয়াতেই আছে। দুর্নীতি শুধু বাংলাদেশের বিষয় নয়। তবে আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের নেত্রীর সততা। বঙ্গবন্ধু যেমন ছিলেন তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার সততার জন্য সারা দুনিয়ায় আজ সমাদৃত হচ্ছেন।

কাদের বলেন, দুর্নীতি নিয়ে কথা আমি বলবো না। তবে দুর্নীতি কমে আসছে। বাংলাদেশে এখন আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে না। দুর্নীতিতে পর পর তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সে কলঙ্ক থেকে অন্তত আমরা মুক্তি পেয়েছি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ২২, ২০১৯
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।