ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অস্ত্র-গুলিসহ শাহজালালে এলডিপি মহাসচিব আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
অস্ত্র-গুলিসহ শাহজালালে এলডিপি মহাসচিব আটক

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত রাউন্ড গুলিসহ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে  আটক করা হয়েছে।

সোমবার (১ জুলাই) সকাল ৯টার দিকে গুলিসহ তাকে আটক করা হয় বলে জানিয়েছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স।  

সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে করে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন এলডিপি মহাসচিব রেদোয়ান।

বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের গেটো স্ক্যানিং করার সময় তার ব্যাগে সাত রাউন্ড গুলি ধরা পড়ে। এসময় তাকে আটক করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।  

শাহজালাল বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) পরিচালক উইং কমান্ডার ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুলক্রমে গুলি নিয়ে এসেছেন বলে স্বীকার করেছেন রেদোয়ান আহমেদ। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
টিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।