ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গ্যাসের দাম বাড়ানোয় রাজশাহীতে বিএনপির বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
গ্যাসের দাম বাড়ানোয় রাজশাহীতে বিএনপির বিক্ষোভ বিক্ষোভ, ছবি: বাংলানিউজ

রাজশাহী: জাতীয় বাজেটে ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি এবং সম্প্রতি সব ধরনের গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি।

মঙ্গলবার (০২ জুলাই) দুপুরে মালোপাড়ায় থাকা রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের নিচে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। রাজশাহী মহানগর বিএনপির ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে  ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা বলেন, আগামী ঈদের আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। না হলে ঈদের পর কঠোর কর্মসূচি দেওয়া হবে। তখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য বিএনপি দায়ী থাকবে না।

কর্মসূচিতে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ অন্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।