ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

রাজনীতি

হরতালের পক্ষে রাজধানীতে মিছিল-সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
হরতালের পক্ষে রাজধানীতে মিছিল-সমাবেশ মিছিল

ঢাকা: গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতালের পক্ষে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। 

এসময় গ্যাসের মূল্য বৃদ্ধিসহ রাজনৈতিক নেতাদের হয়রানির প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি মিছিল থেকে সরকারের নানা সমালোচনা করে স্লোগান দেয়া হয়।

রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ৬টায় পল্টন মোড় থেকে মিছিলটি নিয়ে বিজয়নগর, কাকরাইল এলাকাসহ কয়েকটি স্থানে যায় বাম জোটের নেতা-কর্মীরা।  

মিছিলে উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদ সদস্য রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সংহতি জোনায়েদ সাকি, সিপিবি প্রেসিডিয়াম সদস্য কাফি রতন, যুগ্ম সম্পাদক জহির চন্দন ও শ্রমিক নেত্রী জলি তালুকদারসহ নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
ইএআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।