ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এরশাদের মরদেহ রংপুরে নেওয়া হবে মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এরশাদের মরদেহ রংপুরে নেওয়া হবে মঙ্গলবার সিএমএইচে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মসিউর রহমান রাঙ্গা । ছবি: জি এম মুজিবুর

ঢাকা: সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ মঙ্গলবার (১৬ জুলাই) রংপুরে নেওয়া হবে বলে জানিয়েছেন পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

রোববার (১৪ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সাংবাদিকদের রাঙ্গা এ তথ্য জানান।

মসিউর রহমান রাঙ্গা বলেন, মঙ্গলবার (১৬ জুলাই) পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ রংপুর নেওয়া হবে।

রংপুর জিলা স্কুল মাঠে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঢাকার সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তিনি জানান, সাবেক এ রাষ্ট্রপতির প্রথম জানাজা রোববার বাদ জোহর সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে বায়তুল মোকাররম মসজিদ, সংসদের দক্ষিণ প্লাজায়, বনানী অফিসে, কাকরাইল অফিসে জানাজা হবে।

দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগার পর রোববার (১৪ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে সিএমএইচ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসাধীন এরশাদ। তার বয়স হয়েছিল ৯০ বছর।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এসএমএকে/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।