বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ড. আনোয়ার হোসেন অডিটোরিয়াম হলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইয়াফেস ওসমান বলেন, আমাদের দুর্ভাগ্য, তার (বঙ্গবন্ধুর) মূল্য বুঝতে পারিনি।
তিনি বলেন, আমরা যে ভুল করেছি, এদেশের মাটিতে যেমন ফসল ফলে, তেমনি আগাছাও জন্মে। আগাছা জন্মায় বলে সাবধান হওয়ার প্রশ্ন জাগে। দুর্ভাগ্য আমাদের, মানুষ জীবিত থাকতে তার মর্ম বুঝি না।
প্রযুক্তিমন্ত্রী বলেন, আজ বাংলাদেশের মেয়েরা মেজর-জেনারেল হচ্ছে। পুলিশ প্যারেড লিড করছে। ভাবা যায়, এটাই বাংলাদেশ! বাঙালি বীরের জাতি, এটা পরীক্ষিত। এ জাতিকে বজ্জাত বানানোর চেষ্টা করা হয়েছে। আজ পাকিস্তান আমাদের সঙ্গে পারছে না কেন? কিছু কুলাঙ্গার এখনো ‘পাকিস্তান-পাকিস্তান’ করে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য ইমতিয়াজ কামাল, ব্যান্সডক পরিচালক জেস মিন আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনির চৌধুরী, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহানা আফরোজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এমএমআই/একে