ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলের কাউন্সিল: শতাধিক ফরম বিক্রি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
ছাত্রদলের কাউন্সিল: শতাধিক ফরম বিক্রি সভাপতি পদে মনোনয়ন ফরম নিচ্ছেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

ঢাকা: প্রায় শতাধিক নেতা বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম কিনেছেন। এরমধ্যে সভাপতি পদে অর্ধশতাধিক ও সাধারণ সম্পাদক পদের জন্য রয়েছে ৬০ জনের মতো নেতা। 

ছাত্রদলের বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী রোববার (১৮ আগস্ট) বিকেল ৪টায় বাংলানিউজকে বলেন, দুই পদে এখন পর্যন্ত ১০৯টি ফরম বিক্রি হয়েছে। এরমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থী প্রায় সমান হলেও সাধারণ সম্পাদক পদে প্রার্থী কয়েকজন বেশি হতে পারে।

সাত্তার জানান, আনুষ্ঠানিকভাবে দুপুর ৩টায় মনোনয়ন ফরম বিক্রির সময় শেষ হয়ে গেছে। তবে সিনিয়র কোনো নেতার অনুরোধে হয়তো আরও ২/১টি ফরম বিক্রি হতে পারে। চূড়ান্ত তালিকা সন্ধ্যা নাগাদ পাওয়া যাবে।

নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলের দিনক্ষণ নির্ধারণ করেছে বিএনপি। আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার কথা। নির্বাচন সামনে রেখে প্রার্থীদের মধ্যে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিক্রি করছে নির্বাচন পরিচালনা কমিটি। পুনঃতফসিল অনুযায়ী রোববার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত ফরম বিক্রি চলার কথা থাকলেও শেষ হয় ৩টায়।  

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, শনিবার ফরম বিতরণ শুরু হয়েছে। আজ রোববার ফরম বিক্রির শেষ দিন। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে ১৪ সেপ্টেম্বর নির্বাচন হবে। এ কর্মকাণ্ডের মধ্য দিয়েই এদেশে স্বৈরাচার পতনের যে দৃষ্টান্ত ছাত্রদল অতীতে রেখেছে সেই উজ্জ্বল দৃষ্টান্ত আগামী দিনেও রাখবে বলে আশা করি।

এসময় ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল কবির রিজভী, ডাকসুর সাবেক জিএস ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান খায়রুল কবির খোকন, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন, সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সাবেক সভাপতি আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, সাবেক সভাপতি রাজিব আহসান, সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দিন সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন কেন্দ্রীয় কমিটির সাবেক বৃত্তি ও ছাত্র কল্যাণবিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সহ-অর্থ বিষয়ক সম্পাদক ফকির আশরাফুল আলম লিঙ্কন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আল মেহেদী তালুকদার, ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি সাজিদ হাসান বাবুসহ অন্যরা।

সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি আমিনুর রহমান আমিন, যুগ্ম সম্পাদক তানজিল হাসান, শাহ নেওয়াজ, ইকবাল হোসেন শ্যামল, জোবাইর আলমাহমুদ রিজভী, রিয়াদ মুহাম্মদ ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবু তাহেরসহ অন্যরা।

এছাড়া শনিবার সভাপতি পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মামুন খান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম টিটু, ছাত্রদল নেতা আলিমুল হাকিম মুন্সি, খলিলুর রহমান ও আবু জাহান হিমেলসহ মোট ৭ জন।

সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সহ-সম্পাদক আলাউদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও ঢাকা কলেজ ছাত্রদল নেতা এম এ কাইয়ুমসহ ৬ জন।
 
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।