ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের মুখোশ উন্মোচন করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের মুখোশ উন্মোচন করতে হবে আলোচনা ও দোয়া অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

ঢাকা: একটি কমিশন গঠন করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের মুখোশ উন্মোচন করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানসহ যারা ছিলো তাদের বিচার করা এখন জনগণের দাবি।

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের বিচার হয়েছে। জিয়াউর রহমানসহ যারা নেপথ্যের কুশীলব ছিল তাদের বিচার হয়নি। তাই এখন সময়ের দাবি হচ্ছে, জাতির দাবি হচ্ছে ৫০ বছর পরের, ১০০ বছর, ২০০ বছর পরের প্রজন্ম যাতে সত্য জানে সেজন্য বঙ্গবন্ধুর হত্যার যারা কুশীলব ছিল বঙ্গবন্ধুকে হত্যা করে যারা রাষ্ট্রকে হত্যা করতে চেয়েছিল তারা কারা। তাদের মুখোশ উন্মোচন করা, তাদের বিচার করা হচ্ছে সময়ের দাবি।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ পরপর তিনবার ক্ষমতায়, সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছে অতীতে দুঃসময়ে তারাও আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। সবাইকে আওয়ামী লীগের নৌকায় নেওয়ার প্রয়োজন নেই। আমাদের দেখতে হবে, দুঃসময়ে কারা দলের সঙ্গে ছিল, শেখ হাসিনার সঙ্গে ছিল। তাদেরকেই নেতৃত্বে রাখতে হবে। তাদের নিয়েই পথ চলতে হবে।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোশাররফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯ 
জিসিজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।