বুধবার (২৮ আগস্ট) আপিল কমিটির কাছে তারা এ আবেদন করেন। ছাত্রদলের সাবেক দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
সভাপতি পদে যারা আবেদন করেছেন তারা হলেন, আল মেহেদী তালুকদার, মো. আসাদুল আলম টিটু, আজিম উদ্দিন মেরাজ, আরাফাত বিল্লাহ খান, এসএএম আমিরুল ইসলাম ও জুয়েল মৃধা।
সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম, ফজলুল হক নিরব, এসএম বাবুল আক্তার শান্ত, জুবায়ের আল মাহমুদ রিজভী, কেএম সাখাওয়াত হোসাইন, সাদিকুর রহমান সাদিক, জামিল হোসেন, এমদাদুল হক মজুমদার ও মোহাম্মদ ওমর ফারুক।
এছাড়া সাধারণ সম্পাদক পদে দু’জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন, মো. জুলহাস উদ্দিন ও মো. জহিরুল ইসলাম (দিপু পাটোয়ারী)।
গত মঙ্গলবার (২০ আগস্ট) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুই পদে মোট ৭৬টি ফরম জমা পড়ে। এর মধ্যে সভাপতি পদে ২৭ জন ও সাধারণ সম্পাদক পদে ৪৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ২৭ আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। বুধবার (২৮ আগস্ট) আপিল গ্রহণ করা হলো। ২৯ ও ৩০ আগস্ট আপিল নিষ্পত্তি করা হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ আগস্ট (শনিবার)। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২ সেপ্টেম্বর (সোমবার)। প্রার্থীদের প্রচারণা ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর মধ্য রাত পর্যন্ত। আগামী ১৪ সেপ্টেম্বর ভোটগ্রহণ করা হবে। ওইদিন সারাদেশ থেকে আসা ৫৮০ জন কাউন্সিলর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য তাদের ভোট দেবেন।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এমএইচ/এএ