ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রংপুর-৩ আসনে আ.লীগের মনোয়নপত্র সংগ্রহ করলেন ৩ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
রংপুর-৩ আসনে আ.লীগের মনোয়নপত্র সংগ্রহ করলেন ৩ জন

ঢাকা: জাতীয় সংসদের রংপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের ফরম সংগ্রহ করেছেন তিন মনোনয়ন প্রত্যাশী। 

সোমবার (০২ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বিক্রি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তিনজন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।  

তারা হলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য চৌধুরী খালেকুজ্জামান, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও রংপুর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম।

 

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান।  

এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ মনোনয়ন ফরম বিক্রি হয়। চলবে বুধবার (০৪ সেপ্টেম্বর)।  

আর তা বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দিতে হবে। আগামী ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত হবে।

জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে জাতীয় সংসদের রংপুর-৩ আসনটি শূন্য হয়। আগামী ৫ অক্টোবর এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে রোববার (০১ সেপ্টেম্বর) ওই আসনে উপ-নির্বাচনের এ তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯ 
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।