ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই এসব উন্নয়ন হয়ে যেতো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই এসব উন্নয়ন হয়ে যেতো

গাজীপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশে এখন যত উন্নয়ন হয়েছে, যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতেন, তাহলে এসব উন্নয়ন অনেক আগেই হয়ে যেতো।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাস টার্মিনাল চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হাত ধরেই ১৯৬২ সালে ছাত্রলীগে যোগদান করেছিলাম।

বঙ্গবন্ধু আদর, স্নেহ ভুলতে পারি না। তাই লোভ-লালসা বাদ দিয়ে আজও বঙ্গবন্ধুর কর্মী হয়ে রয়েছি। বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে কখনো বিশ্বাস ঘাতকতা করিনি।

মোজাম্মেল হক বলেন, মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য আমাকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে। এ সম্মাননা তখনই কাজে লাগবে, সবাই মিলে যখন কালিয়াকৈরকে সর্বশ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তোলতে পারবো। এ সম্মাননা শুধু আমার নয়, এ সম্মাননা কালিয়াকৈর ও গাজীপুরবাসীর জন্য উৎসর্গ করলাম।

অনুষ্ঠানে সভাপ‌তিত্ব করেন কা‌লিয়াকৈর উপজেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মো. মুরাদ ক‌বি‌র।

এসময় আরও বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল আলম প্রধান, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিনা পারভীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।