ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জিএম কাদেরের নেতৃত্বে বৈঠকে জাপা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
জিএম কাদেরের নেতৃত্বে বৈঠকে জাপা বৈঠকে জাতীয় পার্টির নেতারা

ঢাকা: চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে বনানী কার্যালয়ে বৈঠক করছে জাতীয় পার্টি।

রোববার (০৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বৈঠকটি শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠকটি চলছিল।

বৈঠকে জিএম কাদের ছাড়াও উপস্থিত রয়েছেন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, শরীফুল ইসলাম জিন্নাহ, আদেলুর রহমান আদেল, মাসুদ উদ্দিন চৌধুরী ও নাজমা আক্তার।
 
এদিকে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা বনানী অফিসের ভেতরে মিছিল করছেন। তারা ‘আওয়ামী লীগের সিদ্ধান্ত মানি না মানব না' বলে স্লোগান দিচ্ছেন।

অপরদিকে, রওশন এরশাদের নেতৃত্বে জাপার পার্লামেন্টারি কমিটির বৈঠক বেলা ১টায় জাতীয় সংসদে শুরু হওয়ার কথা থাকলেও জি এম কাদেরসহ অন্যরা না যাওয়ায় বৈঠকটি শুরু হতে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।

এর আগে বেলা ১১টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা জানান, রওশন এরশাদ সংসদের বিরোধী দলের নেতা এবং কাউন্সিল পর্যন্ত জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।