রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে আমার তথাকথিত সই সম্বলিত যে সংবাদ বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমিসহ ১০ নেতার ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকায় এ ধরনের দায়িত্ব পালন সম্ভব না হওয়ায় আমরা আদালতের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছি।
এ নিয়ে ষড়যন্ত্রকারীদের অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান খায়রুল কবির খোকন।
গত ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল হওয়ার কথা ছিল। কিন্তু, ১২ সেপ্টেম্বর জজ কোর্টে এক মামলার আদেশে সেই কাউন্সিল স্থগিত হয়ে যায়। ওই কাউন্সিলের নির্বাচন পরিচালনার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন খায়রুল কবির খোকন।
বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এমএইচ/একে