ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাধা উপেক্ষা করেই খালেদা জিয়ার মুক্তি দাবিতে সমাবেশ হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
বাধা উপেক্ষা করেই খালেদা জিয়ার মুক্তি দাবিতে সমাবেশ হবে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: সব বাধা উপেক্ষা করেই ময়মনসিংহে আগামী ২৬ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে সমাবেশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের নতুন বাজারের দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, বাধা দিলে খালেদা জিয়ার মুক্তি দাবির আন্দোলন আরও জোরদার হবে।

প্রয়োজনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে সারা শহর অচল করে দেওয়া হবে। আন্দোলনের চাপে সরকার বাধ্য হবে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে পদত্যাগ করতে।  

তিনি আরও বলেন, মনে রাখবেন আগামী ৩০ সেপ্টেম্বর কারাগারে খালেদা জিয়ার ৬০০ দিন পূর্ণ হবে। মুখে বলে নেত্রীর মুক্তি হবে না। মাঠে নেমে প্রমাণ করতে হবে দেশের মানুষ আপসহীন নেত্রীর মুক্তি চায়।  

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, খালেদা জিয়ার জামিন সাংবিধানিক অধিকার। কতো খুনি-সন্ত্রাসীরা জামিন পাচ্ছে। কিন্তু খালেদা জিয়া জামিন পাচ্ছেন না।  

সভায় দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, সাবেক মন্ত্রী সিরাজুল হক, নির্বাহী সদস্য শাহ শহীদ সারোয়ার, ডা. মাহাবুবুর রহমান লিটন, মাহমুদুল হক রুবেল, বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার, রেজাউল করিম খান চুন্নু, মাজাহারুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।