বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এই টিম গঠন করা হয়।
কমিটির সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়, কর্মকাণ্ডের অগ্রগতি, পর্যালোচনা ও মূল্যায়নের জন্য ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অনুমোদন দিয়েছেন।
এই কমিটি আট বিভাগের সাংগঠনিক টিমের নেতাদের সঙ্গে বৈঠক কিংবা আলাপ-আলোচনার ভিত্তিতে সাংগঠনিক কর্মকাণ্ডের মূল্যায়ন ও অগ্রগতি পর্যালোচনা করে ধারাবাহিকভাবে রিপোর্ট পেশ এবং সুপারিশমালা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দেন।
জাতীয় পার্টির সাংগঠনিক আট বিভাগীয় সমন্বয়কারী টিমের তালিকা:
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে আহ্বায়ক ও মো. আবুল কাশেমকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. হাফিজ উদ্দিন, সাফউদ্দিন আহমেদ মিলন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল রাজু, আহসান আদেলুর রহমান আদেল, সাংগঠনিক সম্পাদক মো. শাহ-ই আজম, মোবারক হোসেন আজাদ ও দফতর সম্পাদক সুলতান মাহমুদ।
এছাড়া দলকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ঢাকা বিভাগীয় সাংগঠনিক কমিটিতে প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলাসহ চারজনকে কো-আপ্ট করেছেন। সদস্যরা হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, আব্দুস সাত্তার, উপদেষ্টা এমএম নিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এসএমএকে/এএ