বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে একটি বিক্ষোভ মিছিল মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমোবেশে মিলিত হয়।
সমাবেশে আল নাহিয়ান খান জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগ যতদিন আছে, আমাদের নেত্রীর গায়ে কেউ টোকাও দিতে পারবে না। টকশোতে বড় বড় কথা না বলে রাজপথে এসে মোকাবিলা করুন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আমরা দুদুকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করছি। তার নামে ফৌজদারি মামলা করা হবে। এরই মধ্যে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।
সনজিত চন্দ্র দাস বলেন, শামসুজ্জামান দুদু যে দুঃসাহস দেখিয়েছে। আমরা কোথাও তার ছায়া দেখতে পেলেও এর জবাব দেব। প্রধানমন্ত্রীকে নিয়ে যদি কোনো চক্রান্ত হয় সারাদেশ তোলপাড় করে দেব।
সাদ্দাম হোসেন বলেন, ১৫ আগস্ট নিয়ে যদি আর কোনো কটূক্তি করা হয় এবং প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি আসে, তাহলে আমাদের বিক্ষোভ মিছিল মধুর ক্যান্টিন থেকে রাজু ভাস্কর্যে থেমে থাকবে না। আমরা তাদের নয়াপল্টন অফিস ঘেরাও করে দাঁতভাঙা জবাব দেব।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এসকেবি/ওএইচ/