হামলার শিকার ছাত্রলীগ নেতা জুয়েল রানা বাদী হয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে (গোপালপুর আমলী আদালত) এ অভিযোগ দায়ের করেন। এতে এমপি তানভীর হাসান ছোট মনিরকে পাঁচ নম্বর বিবাদী করা হয়েছে।
ওই আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম ‘বাদীর দাখিলি কাগজপত্র পাঠযোগ্য নয় বিধায় আগামী ২৪ সেপ্টেম্বর তার আইনজীবীকে তা আবার দাখিলের জন্য’ আদেশ দেন।
মামলার অন্যান্য বিবাদীরা হলেন, শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, মো. মিলন, মো. কবির, মো. লাভলু, মো. রিপন, মো. জুয়েল ও মো. বাবু।
আদালতে দেওয়া অভিযোগে মামলার বাদী জুয়েল রানা উল্লেখ করেন, গত ১৫ সেপ্টেম্বর (রোববার) দুপুরে গোপালপুরের নগদা শিমলা বাজার মোড়ে আসামিরা লোহার রড, চাপাতি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্রে সঞ্জিত হয়ে তার ওপর হামলা চালায়। এমপি ছোট মনির অন্যান্য আসামিদের এ হামলার জন্য নির্দেশ দেয় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় আহত জুয়েল রানা ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে এমপি তানভীর হাসান ছোট মনির বাংলানিউজকে জানান, তিনি জুয়েল রানা নামে কাউকে চেনেন না। কোনদিন দেখেনও নাই। একটি মহল রাজনৈতিকভাবে হেয় করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে তার নাম জড়িয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এসএইচ