মঙ্গলবার( ২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মৎস্য ভবন মোড়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়ার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
ইনু বলেন, শেখ হাসিনার উন্নয়নের ট্রেনে ঢুকে পড়া দুর্নীতির ভূতদের ধ্বংস করতে হবে।
তিনি বলেন, খেয়াল রাখতে হবে, দুর্নীতিবাজরা যেন পালিয়ে সাজাপ্রাপ্ত তারেকের কাছে পৌঁছাতে না পারে। রাজনৈতিক দলের কিছু নেতা ও পুলিশ প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা অশুভ সংযোগে দুর্নীতিবাজরা শেখ হাসিনার উন্নয়নকে ব্যাহত করছে। এই অশুভ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে।
এসময় পুলিশকে দল বা মুখ না দেখে অপরাধ দমনে কঠোর, মাদক-দুর্নীতি থেকে দূরে থাকা ও নির্যাতনের বদলে জনগণের সেবক হওয়ার আহ্বান জানান সাবেক এ তথ্যমন্ত্রী।
ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের কার্যকরী সভাপতি রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য অ্যাড. হাবিবুর রহমান শওকত প্রমুখ।
সমাবেশ শেষে জাসদের একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি তুলে দেন।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
আরকেআর/একে