ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সংবিধানের মূলনীতি জলাঞ্জলি দেয় স্বাধীনতাবিরোধীরা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
‘সংবিধানের মূলনীতি জলাঞ্জলি দেয় স্বাধীনতাবিরোধীরা’

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের অর্জিত সব অর্জন ধুলিস্মাৎ হয়ে যায়। এরপর স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষমতায় এসে সংবিধানের মূলনীতির জলাঞ্জলি দেয় এবং সংবিধানকে ক্ষতবিক্ষত করে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।  

জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সব অর্জন ধুলিস্মাৎ হয়ে যায়। স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষমতায় এসে সংবিধানের মূলনীতির জলাঞ্জলি দেয়। সংবিধানকে ক্ষতবিক্ষত করে দেয়।  

‘বঙ্গবন্ধুকন্যা ১৯৮১ সালে ১৭ মে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন ও দলীয় প্রধান নির্বাচিত হয়ে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগকে শক্তিশালী ও জনপ্রিয় দলে পরিণত করেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ চারবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তিনি স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশের গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করেন এবং আইনের শাসন কায়েম করেন। ’

আলোচনা সভায় অতিথিরা।  ছবি: শাকিল/বাংলানিউজসরকারের চলমান শুদ্ধি অভিযানকে সমর্থন জানিয়ে তিনি বলেন, দলের মধ্যেও শুদ্ধি অভিযান চালানো দরকার।  

সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক। সংগঠনটির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান লালটুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যায়লয়ের উপাচার্য ড. কামাল উদ্দিন আহমেদ, বাংলাদশে অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক  ড. আবুল বারকাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ড. অরুণ কুমার গোস্বামী 

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এসএমএকে/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।