ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
খুলনায় ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণ খুলনায় ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণ। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা মহানগরের ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটেছে। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের খানজাহান আলী থানা এলাকার শিরোমনি এলাকার কার্যালয়ে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাগরিবের নামাজের আগে শিরোমণি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন দলের নেতাকর্মীদের নিয়ে অবস্থান করছিল।

পরে সভাপতি আবিদ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানের উদ্দেশে রওয়ানা হওয়ার কিছুক্ষণপর কার্যালয়ের মধ্যে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কার্যালয়ের মধ্যে থাকা চেয়ার, টেবিল ক্ষয়ক্ষতি হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, শিরোমনি এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে সন্ধ্যায় এক ব্যক্তি একটি ব্যাগ রেখে চলে যান। এর ১০ মিনিট পর বিকট শব্দে ব্যাগের মধ্যে থাকা বোমা বিস্ফোরিত হয়। তখন দলীয় কার্যালয়ে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে কার্যালয়ের চেয়ার-টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, বোমাটি কী ধরনের ছিল তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন বাংলানিউজকে জানান, তিনি দলীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার কিছু সময় পর বোমা বিস্ফোরণের খবর পান।

এদিকে, খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেন।

এছাড়া ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।