বুধবার (০২ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জরুরি বৈঠকে এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত মঙ্গলবার (০১ অক্টোবর) নিউইয়র্ক থেকে দেশে ফেরার পর দলের কয়েকজন কেন্দ্রীয় নেতাকে এই বৈঠকে ডাকেন শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, স্বচ্ছ ভাবমূর্তির নেতারা আওয়ামী লীগের আগামী কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাবে। আওয়ামী লীগের সমমনা বা সমচিন্তার নয়, আগাছা, পরগাছা এমন কেউ যাতে দলের ভেতরে অনুপ্রবেশ করতে না পরে সেজন্য সবাইকে সজাগ থাকতে বলেছেন আমাদের দলের সভানেত্রী।
চলমান অভিযানের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির বিষয়ে আলোচনা হয়েছে কিনা এ প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, কারো নাম উল্লেখ করে আলোচনা হয়নি। তবে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী।
এদিকে বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি দলের নেতাদের নির্দেশ দিয়েছেন, যেসব জায়গায় সম্মেলন হচ্ছে সেসব জায়গায় বিতর্কিতরা যেন কমিটিতে আসতে না পাওে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তৃণমূল পর্যায় পর্যন্ত এ ব্যাপারে সতর্ক করতে হবে।
সূত্র আরও জানায়, এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে সভায় আলোচনা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, আগ বাড়িয়ে কোনো কথা বলার দরকার নেই। তার (খালেদা জিয়া) ব্যাপারে আমরা কোনো আপস করবো না, নো কম্প্রোমাইজ।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে দিল্লি যাচ্ছেন। আগামী ৬ অক্টোবর (রোববার) তার দেশে ফেরার কথা রয়েছে। এর আগে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এই জরুরি বৈঠক করলেন। আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় সম্মেলনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে মেয়াদোত্তীর্ণ ইউনিটগুলোর সম্মেলন প্রক্রিয়া শুরু হয়েছে।
দলের এ জরুরি সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাশ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
জানা গেছে, বৈঠকে আফজাল হোসেন তার সম্পাদিত ‘অভিবাদন জননেত্রী শেখ হাসিনা’ বইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে এই বইটি প্রকাশ করেছে। গত ৩০ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বইটির মোড়ক উন্মোচন করেন।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এসকে/জেডএস