ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বাংলার মাটিতেই জিয়ার মরণোত্তর বিচার করা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
‘বাংলার মাটিতেই জিয়ার মরণোত্তর বিচার করা হবে’

ঢাকা: বাংলার মাটিতেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান।

তিনি বলেছেন, এ বাংলার মাটিতে খুনি জিয়ার মরণোত্তর বিচার করা হবে। আমরা অনেক কলঙ্কের দাগ মুছেছি।

যুদ্ধাপরাধী রাজাকার আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা ও দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার আদালতের মাধ্যমে করতে পেরেছি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ‘বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ইতিহাসভিত্তিক এবং তার চেতনা ও আদর্শ নিয়ে পাঁচটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এ মহরত অনুষ্ঠানের আয়োজন করে।  

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে আমরা বাঙালি জাতি কলঙ্কের দাগ থেকে মুক্তি পেয়েছি। আমাদের মুক্তির আরেকটি ধাপ অবশ্যই অতিক্রম করতে হবে।

মুরাদ হাসান বলেন, বঙ্গবন্ধু হত্যার মূল মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান। তার মদদ ছাড়া খন্দকার মোশতাকের ক্ষমতা ছিল না বঙ্গবন্ধুকে হত্যা করার। এই হত্যার পেছনে মূল মদদদাতা হিসেবে জিয়াউর রহমান ফারুক, রশীদ ও মেজর ডালিমকে সব ধরনের সহযোগিতা করেছিলেন।

আসাফোর সভাপতি শেখ শাহিনুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট, সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, কবি ফারজানা শারমিন লোপা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।