তিনি বলেছেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে কারাগারে আছেন। এ মামলায় রাষ্ট্র যেহেতু পক্ষ, তাই রাষ্ট্রপক্ষের দায়িত্ব হচ্ছে তার জামিনের বিরোধিতা করা।
শনিবার (৫ অক্টোবর) চট্টগ্রামের প্রথম সিনেপ্লেক্স সিলভার স্ক্রিনে আয়োজিত ‘বাংলাদেশের চলচ্চিত্র শিল্প এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে অংশ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, এতিমখানার জন্য যে টাকা বাইরে থেকে এসেছে, এতিমখানা নির্মাণ না করে সে টাকা খালেদা জিয়া তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। সমস্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তার শাস্তি হয়েছে। এখানে সরকারের করার কিছু নেই।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি চাইছে রাষ্ট্রপক্ষ যেন দুর্নীতির সঙ্গে আপস করে। এটা তো সম্ভব নয়। বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি একেবারেই আদালতের এখতিয়ার। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি হলেও আদালত যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আদালত কী করবে সেটা আমি বলতে পারি না।
বিএনপি নেতাদের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, তারা কখনও আইনি প্রক্রিয়ায় মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির কথা বলেন। কখনও আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তির কথা বলেন। আমার মনে হয়, খালেদা জিয়ার মুক্তিটা তাদের আসল উদ্দেশ্য নয়। তারা এটি নিয়ে রাজনীতিই করতে চান।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এমআর/টিসি