ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাইমুল আবরারের মৃত্যুতে দোষীদের শাস্তি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
নাইমুল আবরারের মৃত্যুতে দোষীদের শাস্তি দাবি এনডিএফের মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ঢাকা: দৈনিক প্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলোর’ বর্ষপূর্তি অনুষ্ঠানে স্কুলছাত্র নাইমুল আবরার রাহাতের (১৫) মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করবেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতৃত্বাধীন জোট এনডিএফের চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু।

তিনি বলেন, নাইমুল আবরারের মৃত্যুর তথ্য গোপন, উদ্দেশ্যমূলক বিলম্বিত চিকিৎসা মানবাধিকার ও তথ্য অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং ফৌজদারী অপরাধ। এ ঘটনায় অপরাধীদের সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই মন্ডল, একেএম মহিউদ্দিন আহমেদ বাবলু, শেখ আবুল কালাম, আনিসুর রহমান দেওয়ান, মহিউদ্দিন আহমেদ, অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, মুজিবুর রহমান, কাজী আমানুল্লাহ মাফুজ, ওয়াহিদুজ্জামান বাচ্চু, আবদুল হাই সরকার, এমাদুল হক রানা প্রমুখ।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে মঞ্চের পেছনে বিদ্যুৎস্পৃষ্ট হন নাইমুল আবরার। আয়োজকরা তাকে উদ্ধার করে মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক নাইমুলকে মৃত ঘোষণা করেন।

নাইমুল আবরার ওই প্রতিষ্ঠানের নবম শ্রেণির দিবা শাখার শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
পিএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।